ফটিকছড়ির বখতপুর ও ধর্মপুরে দুই বাড়িতে ডাকাতি: টাকা-স্বর্নালংকার লুট 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
দক্ষিন ফটিকছড়ির বখতপুর ও ধর্মপুর ইউনিয়নের দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
২৫ শে অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১টা-৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বখতপুর চারা বটতলের দক্ষিণে হোসনে আরা মঞ্জিলের বাড়ীর আব্দুল মান্নানের ঘরে রাত ১টার দিকে পুলিশ পরিচয়ে মুখোশপরা ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে লোকজনকে একটি কক্ষে বন্দী করে রেখে প্রায় ২০ লক্ষ টাকার স্বর্নালংকার, নগদ টাকা, মোবাইলসহ মুল্যবান জিনিষ পত্র লুট করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে নষ্ট করে।
এদিকে একইদিন রাত ৩টার সময় পার্শ্ববর্তী ইউনিয়ন ধর্মপুর কাজী বাড়ির জাহাঙ্গীর আলমের ঘরের দরজা ভেঙ্গে ৮-১৯ জনের ডাকাত দল ঘরে ডুকে ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, স্বর্নালংকার এবং মুল্যবাদ জিনিসপত্র নিয়ে যায়।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ডাকাতি হওয়া দুই বাড়ী পুলিশ পরিদর্শন করেছে। আশে পাশে সন্দেহ ভাজনদের খবর নেয়া হচ্ছে। তবে এখনো কেউ থানায় মামলা করেনি।
পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্টুডেন্টস এসোসিয়েশনের অভিভাবক সমাবেশ ও পরীক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধভারতীয় ৬০ সেনা সদস্যকে হত্যা করেছে পাক সেনাবাহিনী