আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম ;
ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর হাছিঁ চৌধুরী বাড়ীতে জোর পূর্বক শাহাজান চৌধুরী নামে এক ভাইয়ের জায়গা সৎ ভাই কর্তৃক দখল করে দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে শাহাজান চৌধুরী বাদী হয়ে তার সৎ ভাই আলমগীর চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী ও ভাইপুত্র মোজাম্মেল হক চৌধুরীসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, শাহাজান চৌধুরীর মৌরশী ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে তার সৎ ভাই আলমগীর চৌধুরী গং এর সাথে দীর্ঘ ২ বছর ধরে বিরোধ চলে আসছিল।
এই নিয়ে শাহাজান চৌধুরী ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান বরাবর বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও তারা তার কোন তোয়াক্কাই করছে না। এরপরও তারা সন্ত্রাসী ও গুন্ডাবাহিনী নিয়ে জোর পূর্বক ঘর ও দেয়াল নির্মান কাজ করতে থাকে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর চৌধুরীর ছেলে মোজাম্মেল হক চৌধুরী বলেন, জোর পূর্বক নয় আজ থেকে ২ বছর আগে পরিমাপকৃত আমাদের জায়গায় ঘর ও দেয়াল নির্মান করতেছি। বরঞ্চ তাদেরকে আমাদের থেকে আরো ৮ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছি। তারা যে অভিযোগ করেছে তা মনগড়া, মিথ্যা ও বানোয়াট।
সমাজের প্রধান সর্দার মাওলানা আনিছুর রহমান চৌধুরী বলেন, মিমাংসিত বিষয় নিয়ে যখন উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে তখন জায়গাটা পুনরায় পরিমাপ করলে বিরোধ সমাধান হবে বলে মনে করি।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, থানায় এ ব্যাপারে একটা অভিযোগ হয়েছে। জোর করে দেয়াল নির্মান করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিমাংসা না হওয়া পর্যন্ত কোন ধরনের কাজ না করতে নিষেধ করেছি। নিষেধ ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।