আলমগীর নিশান :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
৬ মার্চ শুক্রবারে ফটিকছড়ি সংসদের অধীনে ৩ কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ৩টিতে হাজারে অধিক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে।
কেন্দ্র ৩টি হচ্ছে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও নারায়নহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব কুমার চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী, সাধারন সম্পাদক রুপক দে, লায়ন ডাঃ বরুন কুমার আচার্য্য বলাই,
ফটিকছড়ি পৌরসভা পুজা পরিষদের সভাপতি ডাঃ স্বপন দত্ত, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ ইউছুপ, নারায়নহাট ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, নারায়নহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ভুজপুর পুজা পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল দেব, সাধারন সম্পাদকঃ এড. মিহির দে, ভুজপুর পুজা পরিষদের সভাপতি লিংকন ভৌমিক, রনজিত শীল, এড. জনি দে, মাস্টার হরিপদ নাথ, বাগীশিক উত্তর জেলা সংসদ, ফটিকছড়ি সংসদ, পৌরসভা সংসদ, ইউনিয়ন সংসদের সকল পৃষ্টপোষক, উপদেষ্টাসহ সকল সদস্য বৃন্দ।।
উক্ত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন এবং গীতা ও নৈতিক শিক্ষায় ওপর গুরুত্ব দেওয়ার জন্য সবাই আহবান করেন।