ফটিকছড়িতে মোটর-সাইকেলের মুখোমুখী সংঘর্ষ, ঔষুধ কোম্পানীর প্রতিনিধির মৃত্যু

আলমগীর নিশান,ফটিকছড়ি,চট্টগ্রাম:

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটর-সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আল মামুন (৩০)
নামের ঔষুধ কোম্পানীর এক প্রতিনিধি নিহত হয়েছেন।

১৩ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি ফায়ার
সার্ভিস স্টেশন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল মামুন মোটর-সাইকেল করে পার্বত্য চট্টগ্রামের
মানিকছড়ি থেকে ফটিকছড়ি সদরের দিকে আসার পথে অন্য একটি মোটর-সাইকেলের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়।  স্থাণীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা
যান আল মামুন।

তিনি নঁওগা জেলার মহাদেবপুর থানার জিন্দা রামপুর গ্রামের আফজল হোসেনের পুত্র।
তিনি ঔষধ কোম্পানি ফারিয়ার স্কয়ার ফার্মার এম পি ও হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনিজেকে ‘নির্দোষ’ দাবি ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারীর
পরবর্তী নিবন্ধফটিকছড়ি সীমান্তে নিখোঁজের ৪ ঘন্টা পরে ভেসে উঠলো ৩ শিশুর লাশ