আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি’র সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
তিনি ১৮ ও ১৯ শে জুলাই বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রান সামগ্রী বিতরনের ২য় ও ৩য় দিনে তিনি ফটিকছড়ি পোরসভা, লেলাং, কাঞ্চননগর, বাগানবাজার, দাঁতমারা, নারায়ানহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও পাইন্দং ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়াম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন, অফিসার ইনচার্জ বাবুল আকতার, শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন নাহার মুক্তা, পৌরমেয়র ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, রশিদ উদ্দীন চৌধুরী কাতেব, ইকবাল হোসেন চৌধুরী, সরোয়ার হোসেন স্বপন, রুস্তম আলী, জানে আলম, হারুনুর রশীদ, ইব্রাহীম তালুকদারসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও খাল নদীর ভাঙ্গা বাঁধ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট পরিমাণ ত্রাণ দিয়েছেন। আরো দেবেন, বন্যাদুর্গতদের কেউ ত্রাণ না পেয়ে থাকবেনা এবং কেউ না খেয়ে মারা যাবেনা।