ফটিকছড়িতে প্রবাসী সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী কায়দায় জবর দখলের অভিযোগ 

আলমগীর নিশান :
ফটিকছড়ি পৌরসভার বিবিরহাটে এনটিভি মক্কা ও দৈনিক পূর্বকোণ সৌদি আরব প্রতিনিধি
প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভি’র পৈত্রিক সম্পত্তি সন্ত্রাসী কায়দায় জবর দখলের অভিযোগ উঠেছে নাছির উদ্দীন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
এ ব্যাপারে প্রবাসী সাংবাদিকের বাবা ভুক্তভোগী জায়গার মালিক পৌরসভার ৭নং ওয়ার্ড টেন্ডলের বাড়ী কালামিয়া ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায়, নাজিরহাট পৌরসভার মন্দাকিনি সিদ্দীক সওদাগর বাড়ীর নুরুল ইসলামের পুত্র মোঃ নাছিরের কাছে ২০১৭ সালে চলাচলের জন্য কালা মিয়া ১ গন্ডা জায়গা বিক্রি করে দখল বুজিয়ে দেন। কিন্তু পরবর্তীতে মোঃ নাছির লোভের বশবর্তী হয়ে সন্ত্রাসী কায়দায় কালামিয়ার পার্শ্ববর্তী আরো ১ গন্ডা জায়গা জবর দখল করে দেয়াল নির্মান করে। এতে কালামিয়ার পরিবার বাধা দিলে তাদেরকে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের দিয়ে গালিগালাজ করাসহ বেশী বাড়াবাড়ী করিলে প্রাননাষের হুমকী দেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
এছাড়াও মোঃ নাছির ভুক্তভোগীর বিরুদ্ধে হয়রানী করার উদ্দেশ্যে আদালতে ১৪৫ ধারায় মামলাও করেন। যা আদালত উপজেলা সরকারি কমিশনার ভূমিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে।
এদিকে কালামিয়া তার জায়গা দখলমুক্ত করাসহ অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মোঃ নাছিরের মুটোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য যে, উক্ত জায়গা এনটিভি মক্কা ও দৈনিক পুর্বকোন সৌদিয়া আরব প্রতিনিধি কামাল পারভেজ অভির পৈত্রিক সম্পত্তি হয়।
পূর্ববর্তী নিবন্ধবয়স বাড়িয়ে প্রেমিকাকে বিয়ে, কারাগারে প্রেমিক
পরবর্তী নিবন্ধমারুফ-কাওসারসহ ২০ জনের অ্যাকাউন্ট জব্দ