ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ১০ এম.ভি.এ ক্ষমতা সম্পন্ন নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম
দীর্ঘদিনের জরাজীর্ণ পুরাতন পাওয়ার ট্রান্সফরমারটি সরিয়ে ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের ১০ এম.ভি.এ’র নতুন একটি পাওয়ার ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি – ২ এর আওয়ায় ফটিকছড়ি বিবিরহাট উপকেন্দ্রে নতুন ১০ থেকে ১৪ এম.ভি.এ ক্ষমতা সম্পন্ন নতুন পাওয়ার ট্রান্সফরমাটি স্থাপন করা হয়।
পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর ডিজিএম আবুল কালাম আজাদ জানান, ফটিকছড়িতে মোট বিদ্যূৎ এর চাহিদা ২৫ মেগাওয়াট হলেও উপজেলার ৩টি উপকেন্দ্রের পাওয়ার গ্রীডে রয়েছে ৪০ মেগাওয়াট বিদ্যূৎ। চাহিদার তুলনায় বিদ্যূৎ বেশী থাকলেও পুরাতন জরাজীর্ন পাওয়ার ট্রান্সফরমারের কারনে লোড শেডিং বেশী দেখা দিত। বর্তমানে নতুন পাওয়ার ট্রান্সফরমারটি স্থাপন হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ ও বিতরন সহজ হবে এবং লোড শেডিং ক্রমান্বয়ে শুন্যে নিয়ে আসা যাবে।
এদিকে পল্লী বিদ্যূতের গ্রাহকরা নতুন পাওয়ার ট্রান্সফরমার স্থাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করে
কতৃপক্ষ ধন্যবাদ জানিয়ে লোড-শেডিং নামক যন্ত্রনা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন।
পূর্ববর্তী নিবন্ধমানিকছড়ির তিনটহরী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ কমিটি ঘোষনা
পরবর্তী নিবন্ধওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর