ফটিকছড়িতে চোরাই সিএনজি উদ্ধার করল এএসআই নুরুল হাকিম 

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ি থেকে চোরি হয়ে যাওয়া একটি  সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ।
২৩ শে সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় বাইজিদ থানাধীন বি আর টি সি এলাকা থেকে গাড়ীটি উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘ ৮ মাস পূর্বে চট্টগ্রাম থ-১৪-০৯১৭ নাম্বারের গাড়ীটি রাঙ্গামাটিয়া এলাকা থেকে হারানো যায়। এ ব্যাপারে গাড়ীটি চুরি হয়েছে মর্মে ১৬ ডিসেম্বর ফটিকছড়ি থানায় একটি ডায়রী করেন গাড়ীর মালিক পৌরসভার ধুরুং রাজঘাট এলাকার মোঃ জাহেদ।
দীর্ঘদিন খুজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে বাইজিদ থানা পুলিশের সহযোগিতায় ফটিকছড়ি থানার এ এস আই নুরুল হাকিম ও সঙ্গীয় ফোর্স ঐ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় গাড়ীটি উদ্ধার করে। পরে সব ধরনের ডকুমেন্টস সমন্বয় করে গাড়ীর মালিক জাহেদের হাতে চাবি ও গাড়ীটি হস্তান্তর করা হয়।
পূর্ববর্তী নিবন্ধআ.লীগ নেতার কর্মচারীর বাসার ভল্টে দুই কোটি টাকা
পরবর্তী নিবন্ধজঙ্গি আস্তানা : দুই ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা