ফটিকছড়িতে ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম :
বর্নাঢ্য ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ফটিকছড়ি কিন্ডারগার্টেন এসোসিয়েশন (ক্যাফ) কর্তৃক আয়োজিত ক্যাফ গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা-১৮ এর বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান।
২৪ শে আগষ্ট শনিবার সকালে ফটিকছড়ি আনন্দ কমিউনিটি সেন্টারে “ক্যাফ”র চেয়ারম্যান মুহাম্মদ সৈয়দুল আজাদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন “ক্যাফ”র প্রধান পৃষ্টপোষক, মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
অনুষ্টানের উদ্বোধক ছিলেন ক্যাফের প্রধান উপদেষ্টা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন।
ক্যাফের মহাসচিব মোঃ মাসুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন,
ওয়ানপ্লাস ইলেক্ট্রিক্যাল কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবু বকর চৌধুরী, নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম চৌধুরী, কেয়ার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, ক্যাফের সদ্য প্রাক্তন চেয়ারম্যান এস.এম ফসিউদ্দৌল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ফজলুল করিম ও অভিভাবক জাহাঙ্গীর অালম।
অনুষ্টান শেষে ১০ জন গোল্ডমেডালিস্টসহ
মোট সাড়ে ৩শ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংক রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকাশ্মীরের বিমানবন্দর থেকে রাহুলকে ফেরত