ফটিকছড়িতে করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মীর পরিবারের সকল সদস্যদের রিপোর্ট নেগেটিভ 

আলমগীর নিশান :

ফটিকছড়িতে ২য় করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মী জরিনা বেগমের পরিবারের সকল সদস্যদের ১ম ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে জানান, জরিনা বেগমের পরিবারের সদস্যদের ১ম ফলো-আপ রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। করোনা আক্রান্ত জরিনা বেগমকে ১৪ দিনের হোম আইস্যোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য যে, জরিনা বেগম গত ৩ মে চট্টগ্রামের সাগরিকা থেকে ফটিকছড়িতে আসে। ঐদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ মে তার নমুনা পরীক্ষা করতে দেয়া হলে ৮ মে রিপোর্টে করোনা পজেটিভ আসে।

এদিকে এর আগে ফটিকছড়িতে একজন ডাক্তার করোনা পজেটিভ হলেও পরর্তীতে তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ৯ লাখ কোটি ডলার: এডিবি
পরবর্তী নিবন্ধশনিবার দক্ষিণের দায়িত্ব নিচ্ছেন তাপস