ফটিকছড়িতে ঈদের দিনে ঘর থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে গুলিকরে হত্যা!

আলমগীর নিশান / মোঃ সেলিম ;

ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের এক সদস্যকে ঈদের নামাজ শেষে ঘর থেকে ডেকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। খিরাম ইউপি চেয়ারম্যান সওরাব হোসেন ও শহিদুল্লাহ এ দুই গ্রুপের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জেরে সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. জব্বার আলী (৪২) খিরাম ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদৌলা রেজা বলেন, ‘জব্বার মেম্বার নামাজ শেষে ঘরে অবস্থান করছিল। এসময় ঘর থেকে ডেকে বিলের মধ্যে নিয়ে তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে নাজিরহাটে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেছেন।’

পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ মাসুম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি জব্বারের সঙ্গে খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তারা দুই জনই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’

ফটিকছড়ির উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যান ও জব্বার মেম্বারের অনুসারীদের মধ্যে রোববার রাতে খিরাম বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি হয়। এর জেরে সোমবার সকালে জব্বারকে একা পেয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে।

নিহত জব্বারের বাবা আবুল কাসেম অভিযোগ করে বলেন, চেয়ারম্যান গ্রুপের বাহাদুর, মাসুম সরওয়ার তাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করেছে। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব বলেন, ঘটনায় যারা জড়িত সঠিক তদন্ত সাপেক্ষে তাদের বিচার হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পৃথক সংঘর্ষে ওসিসহ আহত শতাধিক, দোকান ও বাড়ি ভাংচুর
পরবর্তী নিবন্ধকরোনায় আরেক চিকিৎসকের মৃত্যু