আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
দক্ষিন ফটিকছড়ির ধর্মপুর কমিটি বাজারে বালুর মহালে আধিপত্য বিস্তারের জেরে ২ পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোঃ শহীদ (৩৪), নয়ন (৩০), আক্কাস (৩৩), এমরান (২৪) নামে ৪ জন গুলিবিদ্ধ হয়। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করে।
ঈদুল আজহার দিন ১২ আগষ্ট সোমবার রাতে কমিটি বাজারের পশ্চিম পার্শ্বে লোকমানের মুদী দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ধর্মপুর বকসু হাজীর বাড়ীর আহত শহিদের বড় ভাই আব্দুস সালাম প্রকাশ মুন্সি মিয়া বাদী হয়ে সত্ত্বারকুল মৃত আব্দুল মালেকের ছেলে মহিন উদ্দীন প্রকাশ ময়ুর, ছারাং বাড়ীর মোঃ শফি, সত্ত্বারকুলের মোঃ হোসেন, মোঃ হাসান, ইব্রাহীম, ওসমান, লোকমানসহ অজ্ঞাত নামা আরো ১০/১২ জনকে আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায়, বিগত ২মাস পুর্বে বাদীর জায়গা হতে মাটি কাটতে বাধা দিলে আসামীরা তার ভাই শহিদকে মারধরের চেষ্টা করে। পরবর্তীতে ২০ শে জুন আসামীরা অস্ত্র-শস্ত্র নিয়ে তার ভাইয়ের উপর হামলা চালায়। এরপর তার ভাইয়ের স্ত্রী থানায় মামলা করলে তার জের ধরে আসামীরা তার ভাইকে লক্ষ্য করে হত্যার উদ্যোশে গুলি করে। এতে তার ভাই গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বিশ্বস্থ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কমিটি বাজারে ইজারাবিহীন বালি মহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দীন প্রকাশ ময়ুর গ্রুপের সাথে মোঃ শহীদ গ্রুপের দ্বদ্ধ চলে আসছিল। তার জেরে এই গুলাগুলির ঘটনা ঘটেছে।
এদিকে দৈনিক আজাদী পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক সোলাইমান আকাশে উপর হামলার ঘটনার সাথে ময়ুর গ্রুপ জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, বালির মহালের জেরে স্থানীয় দু,গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি দোকানপাঠও ভাঙ্গচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সঞ্জয় কুমার ঘোষ জানান, ধর্মপুরে গুলাগুলির ঘটনায় থানায় মামলা হয়েছে। এজাহার নামীয় ময়ুরের ভাতিজা লোকমামকে আটক করে কোর্টে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের ধরার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।