ফটিকছড়িতে অভিনব কায়দায় জনতা ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :

ফটিকছড়িতে অভিনব কায়দায় ব্যাংকের ভিতরে এক গ্রাহকের ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৩০ জুন রবিবার দুপুরে ফটিকছড়ি পৌর-সভার বিবিরহাট জনতা ব্যাংকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারের পূর্ব পাশের মুহাম্মদ ইব্রাহিম জায়গা ক্রয় করার জন্য কয়েক জনের কাজ থেকে টাকা হাওলাত করে জায়গা ক্রয়ের দিন টাকা উত্তোলন করার জন্য উক্ত ব্যাংকে রাখতে যায়।
এ সময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে কাপড়ের থলে ক্যাশ টেবিলে রেখে ক্যাশিয়ারের সাথে ও মোবাইলে কথা বলার সময় এক বয়স্ক লোক পাশে দাঁড়ায়।

পরবর্তীতে আরো ৪ জন থলের পাশে অবস্থান নিয়ে এক জনে থলে কেটে টাকা পাশের ব্যক্তিকে দিতে থাকে। এভাবে ২/৩ মিনিটি মধ্যে থলের টাকা নিয়ে ছিনতাইকারীরা সটকে পড়লে টাকার মালিক বুঝতে পারেনি।
পরে টাকা জমা দিতে কাপড়ের ব্যাগে হাত দিলে থলে ভেদ করে হাত বাহিরে চলে গেলে তিনি হতভস্ম হয়ে যায়।
পুরো ঘটনাটি পরবর্তিতে সিসি ক্যামেরায় ধরা পড়লেও চোর চক্রের কাউকে চিহ্নিত করতে পারেনি উক্ত গ্রাহক।

এ ব্যাপারে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশ বলেন, গ্রাহক টাকার থলে সামনে না রেখে পাশে রাখে; তাছাড়া মোবাইলে কথা বলতে থাকার কারনে থলে ভর্তি টাকার দিলে লক্ষ্য না রাখায় এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানান, অফিসার ইনচার্জ ফটিকছড়ি বাবুল আকতার।

পূর্ববর্তী নিবন্ধ‘গ্যাসের দাম বাড়ায় মাথাপিছু খরচ বাড়বে ৩ থেকে ৫ হাজার টাকা’
পরবর্তী নিবন্ধছাতকের বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন আর নেই