ফটিকছড়িতে ৯ মাসের শিশু ধর্ষণকারী মোজাম্মেলের আদালতে আত্মসমর্পণ 

আলমগীর নিশান : ফটিকছড়ি, চট্টগ্রাম :
ফটিকছড়ির আলোচিত ৯ মাসের শিশু ধর্ষণকারী মোজাম্মেল অবশেষে ৬ দিনের মাথায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভাণ্ডারীর কড়া হুশিয়ারির ২ দিনের মধ্যেই ধর্ষক আত্নসমর্পন করেন।
৩০ শে জুন রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে ধর্ষক নিজে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন এবং দুপুর ১২ টায় শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।
গত ২৬ জুন ঘটনার একদিন পর শিশু ধর্ষণকারীর মামা মোহাম্মদ বাবর ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরেও ফটিকছড়ি থানা পুলিশ শিশু ধর্ষণকারী গ্রেফতার করতে পারেনি বলে এলাকাবাসীর অভিযোগ।
মামলার বাদী শিশুর মামা মোহাম্মদ বাবর আলী জানান এখনো পর্যন্ত তার ভাগনির অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে আলোচিত শিশু ধর্ষণকারী সঠিক বিচার এবং ফাঁসির দাবি করেছেন এলাকার বিশিষ্টজনরা।
নাম না প্রকাশ করার শর্তে এলাকার কয়েকজন ব্যক্তি জানান, যে নরপিচাস ৯ মাসের শিশু ধর্ষণ করতে পারে, সে মানুষ না সেই অমানুষ সে সমাজে বেঁচে থাকার অধিকার নেই বলে অভিমত ব্যক্ত করেন।
পূর্ববর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে রূপালী ব্যাংকের ৫৭১তম ইপিজেড শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধনুসরাত হত্যা : ওসি মোয়াজ্জেমের চার্জ গঠন শুনানি ১০ জুলাই