পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনেক দিন থেকে গুগল সার্চের হোমপেইজে গুগল ডুডল প্রকাশ করে আসছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আজ ৩ এপ্রিল সোমবার গুগল এমন একজন ব্যক্তিকে নিয়ে গুগল ডুডল প্রকাশ করল, যা বাঙালি হিসেবে যে কাউকেই গর্বিত করবে নিশ্চিত। তিনি হলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান। আজ তার জন্মদিন উপলক্ষে গুগল এই ডুডল প্রকাশ করল।
ফজলুর রহমান খানকে নিয়ে ডুডলটিতে ব্যবহার করা হয়েছে স্থাপত্যর নকশা। ওপরে ফজলুর রহমান খানের কার্টুন অবয়ব এবং নিচে বিল্ডিংয়ের নকশায় গুগল লেখার মাঝে তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোর বিখ্যাত সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার)। প্রসঙ্গত, ফজলুর রহমান খান ছিলেন বাংলাদেশের বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার এর নকশা প্রণয়ন করেন। তাকে বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়।