ফখরুল-রিজভীসহ ১৩৫ জনের নামে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক:

হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে শাহবাগ থানায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

বুধবার বিকেলে হাইকোর্টের মাজারগেট থেকে মৎস্য ভবন পর্যন্ত তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই তারা হাইকোর্টের মাজার গেট এলাকার প্রধান সড়কে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে আগুন দেয় বলে খবর পান। এর কিছু সময় পরই একই সড়কে মাজার গেট থেকে মৎস্য ভবন পর্যন্ত পরপর আরো দু’টি মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে আদালত চত্বরে নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে। এছাড়াও নগর জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আন্দোলনের নামে কোনো সহিংসতা ভাঙচুর সহ্য করা হবে না বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধজরুরি সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএসএমএমইউয়ের প্রতিবেদন ভুয়া : খালেদার আইনজীবী