কিন্তু বেঁকে বসেন নিজের বাবা। স্বামীর বিরুদ্ধে বুধবার রাতে অপহরণ মামলা ঠুকে দেন।
সে মামলায় লেখার স্বামী হামীম সরদার ও মামুন নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চরকুলিয়া গ্রামে।
হামীম সরদার চরকুলিয়া গ্রামের মঞ্জুর সরদারের ছেলে। আর লেখা মণ্ডল একই এলাকার বিকাশ মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামীম ও লেখার প্রেম দীর্ঘদিনের। সম্প্রতি লেখা বাড়ি থেকে পালিয়ে ধর্ম পরিবর্তন করে হামীমকে বিয়ে করেন লেখা।
মুসলিম হয়ে লেখা নাম নেন ফাতেমা। দু’জনের ঘর-সংসারও চলছিল।
কিন্তু লেখার পালিয়ে বিয়ে এবং ধর্ম পরিবর্তন মেনে নিতে না পেরে তার বাবা বিকাশ মণ্ডল বুধবার রাতে মেয়েকে অপহরণের অভিযোগ এনে চরকুলিয়া গ্রামের মঞ্জুর সরদারের ছেলে কলেজছাত্র হামীম সরদার ও সাখাওয়াত মোল্লার ছেলে মামুনসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, বাবার মামলার পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে লেখা মণ্ডলকে উদ্ধার করে বাবার হেফাজতে দেয়া হয়েছে। আর হামীম সরদার ও মামুনকে গ্রেফতার করা হয়েছে।