বাঙালি কন্যা কেমন হওয়া উচিত? প্রেমিকা যেমন হওয়া উচিত। কেন? আহা, কারণ কী আর একটা আছে? দুষ্টু চোখের অমন মিষ্টি হাসি আর কোথায় আছে? যার কালো হরিণ চোখ দেখেছিলেন কবিগুরু। বঙ্গনারীর এমনই কিছু গুণ বারবার মুগ্ধ করেছে সমস্ত যুগের প্রেমিককুলকে, হোক বাংলার বা বাইরের দেশের।
সম্প্রতি একটি ভারতীয় পত্রিকা বাঙালি নারীর নানা গুণপনা নিয়ে একটি প্রতিবেদন করে। এতে বাঙালি ারী প্রেমিকা হিসেবে সবচেয়ে আদর্শ কেন তা তুলে ধরতে গিয়ে বলা হয়-
> বঙ্গ নারীর অঙ্গে যদি একবার ওঠে শাড়ি, সেই দৃশ্য যে কোনও পুরুষের মন কাড়তে বাধ্য৷
> বাঙালি মেয়েদের সঙ্গে কথা বলে কখনও ক্লান্তি বোধ করবেন না৷ আর তা বেশ বুদ্ধিদীপ্ত আলোচনাই হবে৷
> ডায়েটের ধারেকাছে দিয়েও যান না অধিকাংশ বাঙালি তনয়া৷ মাছের মাথা থেকে খাসির মাংস কবজি ডুবিয়ে নির্দ্বিধায় খাবে আপনার পাশে বসে৷
> সুন্দর করে যিনি চুল বাঁধেন, তিনি ভাল রাঁধতেও জানেন৷ হ্যাঁ, অধিকাংশ বাঙালি মেয়েরাই দারুণ রাঁধেন৷ আর প্রেম ও পেটের যোগসূত্র সনাতন৷
> বাঙালি মেয়েদের খুশি করতে গেলে কোনও সোনার গয়না কিংবা হিরের দ্যুতির প্রয়োজন নেই৷ একটি মনের মতো বই দিয়ে দিন৷ তাতেই তাঁরা আহ্লাদে আটখানা৷
> বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিকের আর্থিক পরিস্থিতিতে খুব একটা কিছু এসে যায় না বাঙালি কনেদের৷
> বাঙালি মেয়ে ভীষণ স্বাধীনচেতা হন৷ তাই অন্যের উপর নির্ভরশীলতা তুলনামূলকভাবে কমই থাকে৷
– ইন্টারনেট