প্রিমিয়ার লিগে মুমিনুলের ঝড়ো সেঞ্চুরি

পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশ দলের এ প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান। আজ বুধবার বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বর দলপতি ফরহাদ রেজা। ৯ রানের মধ্যে দুই ওপেনার আনামুল হক (৩) ও জহুরুল ইসলামকে (২) হারিয়ে চাপের মুখেই পড়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সেখান থেকেই দলকে টেনে তোলেন মুমিনুল। যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নাসির হোসেন। দু’জনের তৃতীয় উইকেট জুটিতে আসে ১৫৩। ৬৪ রান করে ফেরেন নাসির। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল (৫৪) অর্ধশতক হাঁকান। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০৭।

লিস্ট এ ক্রিকেটে মুমিনুলের এটি তৃতীয় শতক। ৪২তম ওভারে ফরহাদের বলে আব্দুল মজিদের তালুবন্দি হন। আউট হওয়ার আগে তার ১১৯ বলের ঝড়ো ইনিংসটিতে ছিল ১৬টি চার ও ৬টি ছক্কার মার। শিরোপা লড়াইয়েও দুর্দান্ত গতিতে ছুটছে নাসির-মুমিনুলের দল। আগের তিনটি ম্যাচেই জিতে উড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ফোনের গতি কমে গেলে করণীয়
পরবর্তী নিবন্ধ‘পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না’