পপুলার২৪নিউজ ডেস্ক:
যদি চলে যান পেরুর মাচু পিচ্চুতে, তবে প্রাচীন সভ্যতার সপ্তাশ্চর্যের একটি দেখতে পাবেন। অনেকে কেবল এটার কথাই ভাবেন। কিন্তু হুয়াইনা পিচ্চু পর্বতে রয়েছে আরো এক বিস্ময়। ভীতিকর সেই বিস্ময়ের নাম ‘স্টেয়ার্স অব ডেথ’ বা বলা যায় ‘মৃত্যুর সিঁড়ি’।
এ পর্বতের চূড়ায় উঠতে গা বাইতে হবে না। এতে বসানো আছে সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই চূড়ায় ওঠা যায়। কিন্তু সিঁড়ি বলতে নিরাপদ আর আরামের সিঁড়ি নয়, তা নাম শুনেই বুঝতে পেরেছেন। ভিডিও দেখলেই গা শিউরে উঠবে, পিলে চমকে যাবে। এই সিঁড়িও অনেক আগে তৈরি করা হয়েছে। এগুলো বেয়ে চূড়ায় উঠলে মাচু পিচ্চুর আরেক দৃশ্য চোখের সামনে ভাসবে।
বর্ষা মৌসুমে এই সিঁড়ি বেয়ে ওঠা মানে মৃত্যু নিশ্চিত। তখন পাথরগুলো পিচ্ছিল থাকে। আবার শুকনো মৌসুমে উঠতেও ব্যাপক সাহসী আর ফিট মানুষ চাই। হুয়াইনা পিচ্চুর উচ্চাতা ৮৮৩৫ ফুট। মাচু পিচ্চু থেকেও ৮৫০ ফুট ওপরে এর চূড়া।
রোমাঞ্চের চূড়ান্তে গিয়ে যারা অভিযান চালাতে চান, তাদের জন্য এর চেয়ে আদর্শ স্থান আর নেই।