প্রাইভেট বাণিজ্য: কাশিয়ানীতে এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাধারণ গণিত ও ইংরেজী শিক্ষকরা অতিমাত্রায় প্রাইভেট বাণিজ্যে জড়িয়ে পড়ায় এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে।

কাশিয়ানীতে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ বিষয়ক তদন্ত প্রতিবেদনে এটি উঠে এসেছে।

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের কাছে এ প্রতিবেদন দাখিল করেন।

গত ৩০ মে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশিত হয়। ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৩২%। কিন্তু কাশিয়ানীতে গড় পাশ করে মাত্র ৫৪.৬৯%। কাশিয়ানী উপজেলার ফল বিপর্যয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৭টি স্কুলের প্রধান শিক্ষকদের নির্বাচনী পরীক্ষার খাতাসহ তলব করেন। পরে ফল বিপর্যয়ের কারণ উদঘাটন করে প্রতিবেদন দাখিল করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগমকে নিদ্দের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম জানান, উপজেলার ৩৭টি স্কুলের ৩ হাজার ২ শ’ ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে পাশ করেছে মাত্র ১ হাজার ৭ শ’ ৫৪ জন। দাখিল পরিক্ষায় অংশ নেয়া ৩৪০ জনের মধ্যে পাশ করেছে ১৬৪ জন। পাশের হার ৪৮.২৪%। ভকেশনালে ১৫০ জনের মধ্যে পাশ করেছে ৬১ জন। পাশের হার ৪০.৬৭%।
তিনি আরো জানান, ৩৭টি স্কুলের মধ্যে ১৯ টি স্কুল নির্বাচনী পরীক্ষায় অংক ও ইংরেজী বিষয়ে ফেল করা ৬৩৭ শিক্ষার্থীকে এসএসসির ফরম পুরণের সুযোগ দেয়। এর মধ্যে ৪৫৩ জন এসএসসিতে ফেল করেছে। এসব বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় পাশ করা ২৬১ জন শিক্ষার্থী এসএসসিতে ফেল করেছে। এসএসসিতে কাশিয়ানীর শিক্ষার্থীরা সাধারণ গণিত ও ইংরেজীর ২ বিষয়ে সবচেয়ে বেশি ফেল করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম বলেন, বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে অযোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় সুযোগ করে দেয়া হয়েছে। সাধারণ গণিত ও ইংরেজী শিক্ষকরা অতিমাত্রায় প্রাইভেট বাণিজ্যের সাথে জড়িত থাকায় শ্রেণিতে পাঠদানে আন্তরিক নন। এ ছাড়া অভিভাবকদের উদাসীনতায় শিক্ষার্থীরা পাড়াশোনায় মনোযোগী না হয়ে স্মার্ট ফোনে আসক্ত হয়ে পড়েছে। এসব কারণে ফল বিপর্যয় ঘটেছে বলে তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, প্রাইভেট বাণিজ্য ফল বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ। প্রাইভেট না পড়লে শিক্ষক পরীক্ষার খাতায় নম্বর কম দেন। প্রাইভেট পড়া শিক্ষার্থী ফেল করলে তাকে বাড়িতে ডেকে নিয়ে খাতা লিখিয়ে পাশ করিয়ে দেন। এ কারণে নির্বাচনী পরীক্ষায় পাশকরা শিক্ষার্থীরাও এসএসসিতে ফেল করেছেন। এসব শিক্ষক শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন। কোড পদ্ধতিতে শিক্ষা অফিস নির্বাচনী পরীক্ষার খাতা মূল্যায়ন করলে, এ সমস্যার সমাধান হবে। এছাড়া মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষার্থীদের সুযোগ দেয়ার বিষয়টিতো রয়েছেই।

কাশিয়ানীর ফুকরা মদন মোহন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জইন উদ্দিন বলেন, কাশিয়ানী উপজেলায় এ বছর এসএসসির ফল বিপর্যয় ঘটেছে। গণিতেই বেশি শিক্ষার্থী ফেল করেছে। এ থেকে বেরিয়ে আসতে হলে গনিত ও ইংরেজী বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরো যত্মশীল হতে হবে। নির্বাচনী পরীক্ষায় ফেল করাদের আমরা সুযোগ দেইনি। উপজেলার ১৯টি স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয়দের চাপে নির্বাচনী পরীক্ষায় ফেল করাদের এসএসসির ফরম পুরণের সুযোগ দিয়েছে। এতে ফল বিপর্যয় ঘটেছে। এ প্রবণতা বন্ধ করতে হবে।

উপজেলার পোনা এম এ খালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন, প্রাইভেট বাণিজ্য, অযোগ্য শিক্ষার্থীদের ফরম পুরণের সুযোগ আমরা দিয়েছি। এতে ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এগুলো আমরা আগামীতে বন্ধ করে দেব। আগামী দিনে কাশিয়ানীতে আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করবো।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, এসএসসির ফল বিপর্যয়ের কারণ সম্বলিত তদন্ত প্রতিবেদন শিক্ষা অফিসার আমার কাছে জমা দিয়েছেন। এ উপজেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষা অফিসারের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রবীণ শিক্ষাবীদদের সাথে বসবো। শিক্ষাবীদদের গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করবো। সবার সমন্বয়ে ফল বিপর্যয় রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে বেকারী কর্মচারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধকাশিয়ানীতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু