পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই পরীক্ষা শুরুর আগে থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।
জানা গেছে, নার্স নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ফেইসবুকে পোস্ট দেন অনেকে। এরপর বিভিন্ন মহল থেকে এই পরীক্ষা বাতিলের দাবি ওঠে।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরবর্তীতে এই পরীক্ষার সময় ও তারিখ জানানো হবে। ‘
এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর গতকাল শনিবার কমিশনের জরুরি সভা হয় বলে জানান পিএসসির একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সভায় বেশির ভাগ সদস্যই পরীক্ষা বাতিলের পক্ষে মত দেন। ‘
উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার ১২টি কেন্দ্রে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬ হাজার ৯০০ জন অংশ নেন।