প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

এসএসসি পরীক্ষার আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। মঙ্গলবার পরীক্ষা শুরুর পর বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে আইসিটির নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষাবোর্ডের আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই পরীক্ষার বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

শিক্ষার্থীরা জানান, আইসিটি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর তারা দেখতে পায় প্রশ্নে আইসিটি বিষয়ের পাশাপাশি ক্যারিয়ার শিক্ষার প্রশ্নও রয়েছে। বিষয়টি তারা হল পরিদর্শকদের জানান। এরপর বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে আসলে পরীক্ষা বাতিল করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকালিয়াকৈর পৌছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে না : কাদের