সাভার প্রতিনিধি:
প্রযুক্তির ব্যবহার না শিখলে ডায়নোসরের মতো একদিন বিলুপ্ত হয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বৃহস্পতিবার সাভারের খাগান এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের (জেএমসি) আয়োজনে দুই দিনব্যাপী জেএমসি মিডিয়া বাজ’ শীর্ষক আলোচনাচক্রের সমাপনি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনে এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রযুক্তি কতটা দরকারী তা এই করোনার সময় সবাই উপলব্ধি করেছে। প্রযুক্তি বদলে দিয়েছে সাংবাদিকতার ধরন। বিশেষ করে ইন্টারনেটের যুগে প্রবেশ করার পর সাংবাদিকতাক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। ইন্টারনেট আসার পর সাংবাদিকতা শুধু রেডিও, টেলিভিশন আর কাগজের পত্রিকার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই এই বদলে যাওয়া সাংবাদিকতার সঙ্গে মানিয়ে নিতে হলে মাল্টিটাসকিং দক্ষতা অর্জন করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট আমাদেরকে কোথায় নিয়ে যাবে তা এখনই অনুমান করা যাচ্ছে না। এজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে এসময় তিনি আরও বলেন, মা, মাটি ও মাতৃভাষার সঙ্গে কখনো আপোষ করা চলে না। যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, এই তিন জায়গায় আপোস না করার জন্য শিক্ষার্থীদেরকে তিনি অনুরোধ করেন।
এসময় চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা বলেন, আমাদের ইতিহাস আমাদেরকেই বলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ইহিতাস নিয়ে চলচ্চিত্র তৈরি করছে অন্যরা। এটা আমাদের জন্য লজ্জার। তিনি আশা প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্ম অনেক মেধাবী। তারা আমাদেরকে এই লজ্জার হাত থেকে নিশ্চয় মুক্তি দেবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজের গল্পটা নিজেকেই বলতে বলতে হবে। কীভাবে বলবেন সেটা আপনাকেই ঠিক করে নিদে হবে। আপনি আপনার মতো করে আপনার গল্প বলবেন। সেটাই হবে আপনার নিজস্ব চলচ্চিত্রের ভাষা।
আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের উপদেষ্টা দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, ব্র্যাকের হেড অফ মিডিয়া অ্যান্ড এক্সটার্নাল রিলেশন্স রাফে সাদনান আদেল, ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ নুরুন্নবী চৌধুরী হাছিব এবং ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।