বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার খ্যাতনামা অভিনেতা উপলাপতি ভেঙ্কাটা কৃষ্ণম রাজু আর নেই। তার বয়স হয়েছিল ৮৩।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদের এআইজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কৃষ্ণম রাজু। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরিতে ১৯৪০ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন কৃষ্ণম রাজু। পড়ালেখা শেষ করে সাংবাদিকতা শুরু করেন। এরপর সিনেমা জগতে পা রাখেন। তার প্রথম সিনেমা ‘চিলাকা গোরিঙ্কা’ ১৯৬৬ সালে মুক্তি পায়। খল অভিনেতা হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে।
কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন কৃষ্ণম রাজু। এর মধ্যে সেরা অভিনেতা হিসেবে ১৯৭৭ ও ১৯৭৮ সালে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার, ১৯৭৭ ও ১৯৮৪ সালে নন্দি পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। ২০০৬ সালে ফিল্মফেয়ার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে। সিনেমায় তার অভিনয়ের জন্য তাকে ‘রেবেল স্টার’ হিসেবে ডাকা হতো।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে ইউনিয়ন মিনিস্টার ছিলেন কৃষ্ণম রাজু।
কৃষ্ণম রাজুর আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা প্রভাসের চাচা। তার ছোট ভাই উপলাপতি সুরিয়ানারায়ণ রাজুর ছেলে ‘বাহুবলি’ অভিনেতা। মৃত্যুকালে কৃষ্ণম রাজু স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
সোমবার কৃষ্ণম রাজুর শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।