নিজস্ব প্রতিবেদক: আজ বুধবারও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। বেলা ১১টার দিকে তারা রমনা এলাকার ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন। এ সময় প্রবাসীরা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন।
পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শামীম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মন্ত্রণালয়ের সামনের সড়কের একপাশে প্রবাসীরা অবস্থান করছেন। দুপুরে তাদের পাঁচজনের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের বৈঠক হবে।
প্রবাসীরা জানান, বেশ কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি। প্রধান দাবি হলো ইকামা। ভিসার মেয়াদ বৃদ্ধি করা। দ্বিতীয় দাবি হলো, আমরা অনেকেই রিটার্ন টিকিট নিয়ে এসেছি। আমরা যেন সেই টিকিটে ফিরে যেতে পারি। তৃতীয় দাবি, টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। অন্যান্য এয়ারলাইনস যেন হয়রানি না করে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এদিকে, করোনার কারণে ছয় মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গতকাল রাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ২৫২ প্রবাসীকে নিয়ে রিয়াদে পৌঁছায় ফ্লাইটটি।