প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে প্রধান বিচারপতির পদত্যাগসহ নানা স্লোগান দিতে থাকেন। আপিল বিভাগে থেকে বের হয়ে মিছিলসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রদক্ষিণ করেন তারা।

স্লোগান তারা বলেন, আইনজীবীদের দাবি এক, প্রধান বিচারপতির পদত্যাগ’ ‘এক দফা এক দাবি প্রধান বিচারপতি কবে যাবি’ ‘খালেদা জিয়া জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই’।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগের বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত করে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করেন। শুধুমাত্র দুদকের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেয়ার পর আদালতের ভিতরেই ক্ষোভ প্রকাশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় তারা প্রধান বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আদালত কক্ষ থেকে লজ্জা লজ্জা বলে বের হয়ে আসেন বিএনপিপন্থী আইনজীবীরা।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধ‘জুতা আর সিটবেল্টের মাথা দিয়ে জানালা ভাঙার চেষ্টা করি’ (অডিওসহ)