প্রধানমন্ত্রী বললেই কাজে যোগ দেবেন চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

দুই দফা অবরোধ প্রত্যাহারের পর আবারো বেঁকে বসেছেন চা শ্রমিকরা। কাজে ফেরার শর্ত হিসেবে এবার তারা প্রধানমন্ত্রীর মুখের কথা শুনতে চান।

হোক ভার্চ্যুয়ালি কিংবা মিডিয়ার মাধ্যমে। প্রধানমন্ত্রী বললেই তারা কাজে ফিরবেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের লাক্কাতুড়া চা বাগানের গলফ মাঠে পঞ্চায়েত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর কথা না শুনে তারা কাজে যোগ দেবেন না। তাতে প্রধানমন্ত্রী মিডিয়ার মাধ্যমেও যদি তাদের আশ্বস্ত করেন, তবুও হবে।

বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করে চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, ৩০০ টাকা মজুরি ছাড়া শ্রমিকরা কাজে যেতে চাচ্ছেন না। গতকাল যারা কাজে যোগ দিয়েছিলেন, আজ তারাও কর্মবিরতি দিয়েছেন।

তিনি বলেন, সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটি নিয়ে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসেছিলাম। বৈঠক থেকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী যদি ভার্চ্যুয়ালি বক্তব্য দেন কিংবা মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে অন্তত একবার তাদের আশ্বস্ত করেন, তাহলেই তারা কাজে ফিরে যাবেন।

এর আগে মঙ্গলার সকালে লাক্কাতুড়া, মালনীছড়া ও তারাপুর বাগানের শ্রমিকরা ৩শ’ টাকা মজুরির দাবি নিয়ে মিছিল করে লাক্কাতুড়া বাগান সংলগ্ন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় জড়ো হন। তারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বসে মজুরি বৃদ্ধির দাবি জানান। সিলেটের অন্যান্য বাগানের শ্রমিকরাও কাজে যোগদান থেকে বিরত থাকেন।

এদিকে, মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার স্কুল চৌমহনী রেললাইন অবরোধ করেন চা শ্রমিকরা। ওই সময় চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

পূর্ববর্তী নিবন্ধএ বছর রোহিঙ্গা সহায়তা তহবিলের অর্ধেকও জোগাড় হয়নি: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট