নিজস্ব প্রতিবেদক
ক্ষমতার পালাবদলের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে সরিয়ে নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা এক আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরিয়ে তাকে জনপ্রশাসনে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
২০২২ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আর তার পদে স্থলাভিষিক্ত হন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিন।
এর আগে তিনি সিনিয়র সহকারী সচিব, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, পঞ্চগড় ও ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।