প্রধানমন্ত্রীর অনুদান পেলেন চকবাজারে দগ্ধরা

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সহায়তা তুলে দেন।

চিকিৎসাধীনদের মধ্যে ১০ জনের পরিবারের সদস্যের হাতে ও একজন রোগীর হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুযারি) রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬৭ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সৌদির প্রথম নারী রাষ্ট্রদূত রিমা বিনতে বানদার
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে বিজিবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা