প্রধানমন্ত্রীপুত্র জয়ের নাম ভাঙ্গিয়ে প্রতারণার চেষ্টা, আটক ১

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয়ে খাস জমি বন্দোবস্ত নেয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার বিকালে গাজীপুর জেলা রাজস্ব কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত ওই প্রতারকের নাম আবদুল আজিজ (৪৫)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ থানায় বলে জানায় সে। তবে তার ভোটার আইডি কার্ডে ঢাকার রামপুরার ঠিকানা লেখা রয়েছে।

গাজীপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (আরডিসি) মো. শরীফুল ইসলাম জানান, বুধবার বিকাল চারটার দিকে প্রতারক আজিজ জেলা রাজস্ব অফিসে গিয়ে কর্মচারীদের কাছে নিজেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত গাড়িচালক পরিচয় দেয়।

তিনি জানান, পরে কাশিমপুর মৌজার কয়েক একর খাস জমি বন্দোবস্ত নেয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুর রহমানের জাল স্বাক্ষরিত চিঠি, গাজীপুরের আরডিসি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারের জাল স্বাক্ষরসহ বিভিন্ন চিঠি ও কাগজপত্র উপস্থাপন করে এবং দ্রুত বন্দোবস্ত দেয়ার জন্য চাপাচাপি শুরু করে।

কর্মকর্তা জানান, এসময় তার আচরণ ও কথাবার্তায় জেলা রাজস্ব অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তাকে আটক করে আরডিসির কাছে নিয়ে যাওয়া হয়।

পরে খোঁজ নিয়ে সব প্রতারণা ফাঁস হলে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআদালতে খালেদা : ৯ম দিনের মতো যুক্তি উপস্থাপন চলছে
পরবর্তী নিবন্ধসাভারে শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক