প্রধানমন্ত্রীকে সরানোর এজেন্ডা নিয়েছে গণমাধ্যমের একটি পক্ষ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে গণমাধ্যমের একটি পক্ষ।

জাতীয় জাদুঘরে শনিবার দুপুরে গুজব, সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো আরও আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি যৌক্তিক। তবে পরে তাদের আন্দোলনকে রাজনৈতিক রূপ দেয়া হয়েছে। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঈদে নির্বিঘ্ন নিরাপত্তায় দুই সপ্তাহের বিশেষ পরিকল্পনা: র‌্যাব ডিজি
পরবর্তী নিবন্ধএলএনজি যুগে প্রবেশ করল বাংলাদেশ