প্রধানমন্ত্রীকে আইইউসিএন প্রেসিডেন্টপ্রার্থীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে সমর্থন চেয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানান, আইইউসিএনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন খলিফা আল মোবারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন। আগামী ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে আইইউসিএনের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধসাবরিনার স্বামী আরিফুল রিমান্ড শেষে কারগারে
পরবর্তী নিবন্ধকরোনার ভুয়া সার্টিফিকেট দেয়া সেই চিকিৎসক গ্রেফতার