স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ বছর আগের একটি রেকর্ড শনিবার ভেঙে দিয়েছে ইংলিশ কাউন্টি দল সারে। ২০১০ সালে উগান্ডার বিপক্ষে নামিবিয়ার কোনো খেলোয়াড়ের সেঞ্চুরি ছাড়াই রেকর্ড ৬০৯ রান তুলেছিল। তাদের সেই রেকর্ড ভেঙে শনিবার সারে ৯ উইকেট হারিয়ে ৬৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাদের ১১ জন ব্যাটসম্যানের কেউ-ই সেঞ্চুরির দেখা পাননি।
তবে ৯০ এর ঘরে রান পেয়েছেন তিনজন। তার মধ্যে অলি পোপ ৯৬, জেমি ওভারটন ৯৩ ও বেন ফকস ৯১ রান করেন। এছাড়া স্যাম কুরান ৭৮, রায়ান প্যাটেল ৭৬, কলিন ডি গ্র্যান্ডহোম ৬৬, জর্ডান ক্লার্ক অপরাজিত ৫৪ ও ড্যানিয়েল ওরাল অপরাজিত ৪৪ রান করেন।
তাতে ৯ উইকেট হারিয়ে ৬৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। যা প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে নতুন নজির।
সারে ৪ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলে প্রথম দিন শেষ করেছিল। দ্বিতীয় দিন আরও ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ৩৫৩ রান যোগ করে।
তথ্যসূত্র: বিবিসি