পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কাজে যোগদানের প্রথম দিনেই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সুপ্রিমকোর্টের কর্মকর্তারা।
রোববার সকাল সোয়া ৮টার দিকে নিজের কার্যালয়ে এলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. জাকির হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা প্রধান বিচারপতিকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
আনুষ্ঠানিকভাবে আজ থেকে কাজ শুরু করেছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ সকাল সাড়ে ১০টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে।
গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সৈয়দ মাহমুদ হোসেনকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর থেকে প্রধান বিচারপতির পদ শূন্য ছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল ওয়াহহাব মিঞা। গত শুক্রবার সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। এর কয়েক ঘণ্টা পর বিচারপতি ওয়াহহাব পদত্যাগ করেন।