স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে চালকের আসনে বসেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ নিয়ে প্রথম দিনে ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে সফরকারীরা। জীবন পেয়ে টপ-অর্ডারের তিন ব্যাটারই খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
প্রথম দিন তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। সেই সঙ্গে মিস ফিল্ডিংয়ের বহর তো ছিলোই। শুরুতে হাসান মাহমুদের বলে নিশান মাদুশঙ্কাকে ৩ রানে জীবন দেন মাহমুদুল হাসান জয়। সুযোগ পেয়ে ৫৭ রান করেন মাদুশকা। দিমুথ কারুনারাত্নেও বেঁচে যান দুইবার। পরিষ্কার রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
এরপর হাসানের বলে ডিপ ফাইন লেগে ক্যাচ নিতে পারেননি সাকিব আল হাসান। দুইবার জীবন পেয়ে কারুনারাত্নে ৮০ রানের ইনিংস খেলেন। এরপর কুশল মেন্ডিসকে ৯৩ রানে ফেরান সাকিব। দিনের শেষে বাংলাদেশের প্রাপ্তি অ্যাঞ্জেলো ম্যাথিউজের উইকেট।
অবিচ্ছিন্ন জুটিতে ২৫ রান যোগ করেন দিনের খেলা শেষ করেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা।