স্পোর্টস ডেস্ক : ত্রিনিদাদে প্রথম টেস্টে হেরে সফর শুরু করেছিলো শ্রীলঙ্কা। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছেনা লঙ্কানদের। প্রথম দিনেই শেষ প্রথম ইনিংস।
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান দুই ওপেনারের শুরুটা মোটেও সুখকর হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে শেনন গ্যাব্রিয়েলের করা বলে ক্যাচ তুলে দেন মাহেলা উদাত্ত্বে।
লঙ্কান টপ অর্ডার এদিন ব্যর্থ কেমার রোচ, গ্যাব্রিয়েলদের ঠেকাতে। মিডল অর্ডারে অধিনায়ক দীনেশ চান্দিমাল লজ্জা থেকে বাঁচায়। তার ব্যাটে আসে ১৮৬ বলে ১১৯ রান। এর আগে ৮৩ বলে ৪৫ বলের ইনিংস খেলেন কুশল মেন্ডিস।
শেষ পর্যন্ত ৭৯ ওভার খেলে ২৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা। ক্যারিবীয়দের হয়ে শেনন গ্যাব্রিয়েল ১৬ ওভারে ৪ মেডেন আর ৫৯ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। কেমার রোচ ১৮ ওভারে ৮ মেডেন দিয়ে ৪৯ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়াও জেসন হোল্ডার পান এক উইকেট।
লঙ্কানরা অল-আউট হওয়ার পর প্রথম দিনে দুই ওভার ব্যাটিং করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে বিনা উইকেটে তাদের সংগ্রহ দুই ওভারে ২ রান।