স্পোর্টস ডেস্ক:
শিরোপার সঙ্গে কোনোই সম্পর্ক নেই, এমন ম্যাচেও দুদলের শরীরি ভাষায় খুব একটা তাচ্ছিল্য লক্ষ্য করা যায়নি। ম্যাচের শুরু থেকে দুদলই লড়েছে বেশ। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়ে কিছুটা পার্থক্য গড়ে নিয়েছে ক্রোয়েশিয়া। এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছে লুকা মদ্রিচের দল।
কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া-মরক্কো। আক্রমণ-প্রতি আক্রমণের প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে গত বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া।
প্রচন্ড গতির খেলায় ম্যাচের সপ্তম মিনিটে লিড পেয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচের ফ্রি কিক ফাঁকায় পেয়ে ইভান পেরিসিচ হেডে বল বাড়ান বক্সের সামনে। সেখান থেকে ডাইভিং হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল।
আসরের চমক মরক্কো ক্রোয়েশিয়াকে চমকে দিতে খুব বেশ সময় নেয়নি। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই সেটা পরিশোধ করে ফেলে আফ্রিকান দলটি। নবম মিনিটে গোলমুখে হেড করে সমতা ফেরান আশরাফ দারি। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।
এরপর প্রায় ১৫ মিনিট আক্রমণে আধিপত্য ধরে রেখেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি মরক্কো। ধাক্কাটাও খেয়েছে আগের মতোই। ৪২তম মিনিটে মিসলাভ অরসিচের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ক্রোয়াটরা। ডি-বক্সের মুখে মরক্কো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সতীর্থের পা ঘুরে বক্সের ডান দিকে পেয়ে যান অরসিচ। প্রথম ছোঁয়ায় নেন কোনাকুনি শট, বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।