প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা নিরসনে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা নিরসনে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই; দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়-এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এগোবে।

রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি নয়, কূটনীতি এখন অর্থনীতির নির্ভর। গোটা বিশ্বেই কূটনৈতিক অর্থনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য কূটনৈতিকদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কূটনীতি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে।

অনুষ্ঠানে সেনা শাসকরা কখনই আর্থসামাজিক উন্নয়ন করতে পারে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পূর্ববর্তী নিবন্ধমাদরাসা নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদ সৃষ্টি করে: আইজিপি
পরবর্তী নিবন্ধঢাবিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা আহত