পপুলার২৪নিউজ প্রতিবেদক :
রাজধানীতে অনুষ্ঠতি এক আর্ন্তজাতকি সম্মলেনে বিশ্ব ব্যাংকরে প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় যানজটের কারণে প্রিতিদিনে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।
প্রতিবেদনে আরো বলা হয়, উচ্চমধ্যম আয়রে দেশে পরিণত হতে রাজধানী ঢাকায় পরিকল্পিত আধুনিকায়ন করতে হবে। এক্ষত্রেে নগর সম্পসরণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা। এই জন্য পূর্বাঞ্চলের অব্যবহৃত জমি কাজে লাগানোরও পরামর্শ দয়িছেে বশ্বিব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, র্অথনীতির সাথে পাল্লা দয়িে পরিকল্পিত ভাবে বিকশিত হয়নি রাজধানী ঢাকা। অনকে ঘনবসতির সাথে বড়েছেে বন্যা এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি।
স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে বলেন, ২০৩৫ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা বড়েে দাঁড়াবে ৩ কোটিতে। তাই মান বাড়াতে সিটি র্করপােরেশন এবং অন্যান্য প্রতষ্ঠিানরে মধ্যে কাজ ভাগাভাগি করে নিতে হব।
এসময় তিনি আরো বলেন, সিটি র্কপােরেশন এবং নগরের সংস্থাগুলোর কাজে সমন্বয় বাড়াতে হবে। শহররে যান চলাচল ব্যবস্থা উন্নয়নে ইতিমধ্যে বশে কিছু বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া হয়েছ। এর অংশ হিসেবে যানজট নিরসনে ফ্লাইওভারে নর্মিাণসহ চলছে অনকে উন্নয়ন র্কমকাণ্ড।