পপুলার২৪নিউজ ডেস্ক:
এবার হিন্দু দেবতাদের নিয়ে লেখালেখি করায় ভারতের এক প্রগতিশীল লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির কট্টর ডানপন্থী সংগঠনের কর্মীরা ওই লেখকের মুখে কালি লেপে দিয়েছেন। পাশাপাশি ওই লেখককে প্রাণনাশেরও হুমকি দেয়া হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর এনডিটিভি’র।
দেবনগরের পুলিশ সুপারিন্টেডেন্ট ভিমশঙ্কর গুলেদ জানান, শনিবার দেবনগরের একটি দোকানে বসে চা পানের সময় লেখক যোগেশ মাস্টারের ওপর নয়জন ব্যক্তি হামলা চালায়।
হামলকারীরা তার মুখে কালি লেপে দেন এবং ভবিষ্যতে হিন্দুদের দেব-দেবীদের নিয়ে কিছু লিখলে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দেন।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানান গুলেদ।
যোগেশ মাস্টার বিতর্কিত কন্নর ভাষার উপন্যাস ‘দুন্ধি’র রচয়িতা। ঘটনার দিন একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেবনগরে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেখকের ওপর হামলা চালানোর পর কট্টর ডানপন্থী সংগঠনের নেতাকর্মীরা জয় শ্রী রাম বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে হামলাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবিতে প্রতিবাদ র্যালি করেছে বই উন্মোচনের আয়োজকরা।
২০১৩ সালে যোগেশ মাস্টার তার দুন্ধি উপন্যাসে হিন্দুদের গনেশ দেবতাকে ছোট করে উপস্থাপনের অভিযোগে আটক হয়েছিলেন।