প্রকাশ্যে বিশ্বকাপের ম্যাচ বল ‘আল রিহলা’

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর্দা উঠতে এখনো বাকি সাত মাসের বাকি। এরই মধ্যে উন্মোচিত হয়ে গেল এই টুর্নামেন্টের জন্য বিশেষভাবে বানানো ম্যাচ বল ‘আল রিহলা’।

২০২২ বিশ্বকাপের জন্য এর আনুষ্ঠানিক ম্যাচ বল ‘আল রিহলা’ প্রকাশ্যে এনেছে খেলাধুলার পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের দাবি, এই প্রতিযোগিতার ইতিহাসে এত দ্রুতগতির বল আগে কখনো দেখা যায়নি।

আগামী নভেম্বরে শুরু হবে ৩২ দল নিয়ে ফুটবলের এই মহাযজ্ঞ। শুক্রবার হবে গ্রুপ পর্বের ড্র। এর দুই দিন আগে বুধবার সামনে আনা হলো প্রতিযোগিতার জন্য অ্যাডিডাসের বিশেষভাবে তৈরি করা ১৪তম ম্যাচ বল।

‘আল রিহলা’ আরবি শব্দ, যার অর্থ দাঁড়ায় ‘যাত্রা’। কাতারের অনন্য স্থাপত্য, আইকনিক নৌকা ও জাতীয় পতাকা থেকে অনুপ্রেরণা নিয়ে এই বলের নকশা করা হয়েছে।

বলা হচ্ছে, আল রিহলা আগের যে কোনো বিশ্বকাপ বলের চেয়ে বাতাসে দ্রুতগতিতে চলে এবং খেলার মাঠে নির্ভুলতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ স্তর প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ার পর তাসকিন-সাকিবদের র‍্যাংকিংয়ে বড় লাফ
পরবর্তী নিবন্ধবাগেরহাটের শরণখোলায় হরিণের মাংসসহ যুবক আটক