প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনায় ওবামা

পপুলার২৪নিউজ ডেস্ক:
19মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তর করে ওয়াশিংটন ছাড়ার ১০ দিনের মাথায় তিনি প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন। ট্রাম্পের নির্বাহী আদেশে ক্ষুব্ধ অভিবাসীদের পাশে দাঁড়ালেন।

স্থানীয় সময় গতকাল সোমবার বারাক ওবামার মুখপাত্র কেবিন লুইস বলেছেন, অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ বারাক ওবামার নির্বাহী আদেশের অনুরূপ—এমন প্রচারণা চলছে। ট্রাম্পের দাবি, ওবামা ২০১১ সালে বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষদ্ধ করেছিলেন। এতে ওবামা আহত হয়েছেন।

কেবিন লুইস আরও বলেন, ওবামা তাঁর বিদায়ী বক্তব্যে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পাহারাদার হিসেবে নাগরিকদের দায়িত্ব শুধু নির্বাচন করা নয়; নাগরিকদের সক্রিয় থাকতে হবে।

অভিবাসনসংক্রান্ত নির্বাহী আদেশের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেছেন, নাগরিকেরা তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছেন। সমাবেশ করছেন। তাঁদের বক্তব্য জনপ্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যখন প্রশ্নবিদ্ধ, তখনই এমনটা হওয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধঋণের কিস্তির দুশ্চিন্তায় কৃষকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবেড়েই চলেছে পীতজ্বরের প্রকোপ