প্যারিসে ৮৫০ বছরের পুরনো গির্জায় ভয়াবহ আগুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

স্থানীয় সময় সোমবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কর্তৃপক্ষ ধারণা করছে, ভবনটিতে মেরামত কাজের সময় এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বলে বর্ণনা করেছেন। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হন। আহত হন আরও ২৬ জন।

Sandeep@sandeep_7847

is on fire and my heart is breaking. https://www.pscp.tv/w/1yoKMENXmElKQ 

Mathieu Bertolo @MathieuBertolo

#NotreDame Paris incendie

pscp.tv

47 people are talking about this

 

পূর্ববর্তী নিবন্ধনুসরাতের ভাইকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪