পপুলার২৪নিউজ ডেস্ক:
৩ দিনের ফ্রান্স সফরের ২য় দিনে মঙ্গলবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় দুপুর দেড়টায় প্রেসিডেন্টের বাসভবন এলিজি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান, ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রন। এর পরই বৈঠক অনুষ্ঠিত হয় দুই নেতার। এসময় দু’নেতা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এর পর স্থানীয় সময় বিকেলে প্যারিসে জলবায়ু বিষয়ক ‘ওয়ান প্ল্যানেট সামিট’-এর মূল আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি সইয়ের দুই বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যাতে যোগ দেয়ার কথা রয়েছে ৫০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের।