স্পোর্টস ডেস্ক : পোল্যান্ডকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে উড়ন্ত সূচনা হয়েছে সেনেগালের। গ্রুপপর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মঙ্গলবার আফ্রিকার দলটি জয় পেয়েছে ২-১ গোলে। সেই সুবাদে এইচ গ্রুপে জাপানের পরই অবস্থান নিয়েছে আফ্রিকার দলটি। গ্রুপের অন্য ম্যাচে জাপান কলম্বিয়াকে ২-১ গোলে হারায়। এটিই এশিয়ান কোনও দলের প্রথম দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে প্রথম জয়।
দীর্ঘ ১৬ বছর আগে ২০০২ বিশ্বকাপে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে একইভাবে সূচনা হয়েছিল সেনেগালের। তবে মাঝে তিনটি বিশ্বকাপের মূলপর্বে জায়গা হয়নি দলটির। ১৬ বছর পর এসেই ফের আরেকটি চমক দেখিয়ে সূচনা করল সেনেগাল।
ম্যাচের ৩৭ মিনিটে দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতি গোল খায় পোল্যান্ড। ডি-বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন সেনেগালের এক খেলোয়াড়। গোলরক্ষক ভয়চেক সেজনি সেদিকেই ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সে শট থিয়াগো চিওনেকের পায়ে লেগে নিজেদের জালেই জড়ায়।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা সেনেগাল ৬০ মিনিটে ফের ব্যবধান বাড়াতে সক্ষম হয়। এম’বায়ে নিয়াং ব্যবধান দ্বিগুণ করেছেন পোল্যান্ড রক্ষণেরই ভুলে। ৮৬ মিনিটে জেগোশ ক্রিকোভিয়াক পোল্যান্ডের পক্ষে এক গোল করলেও তাতে ব্যবধান কমা ছাড়া আর কোনও লাভ হয়নি। তাই সেনেগাল প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয়।