পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের ‘অস্পষ্ট পরিকল্পনার’ ফল

আন্তর্জাতিক ডেস্ক:

একদিক থেকে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর বেশ সাহসী পদক্ষেপ। দ্বীপটির সঙ্গে একেবারে নির্দোষ সম্পর্ক রাখা দেশগুলোকেও হয়রানি করতে ছাড়ে না চীন। লিথুয়ানিয়া তার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানকে একটি অফিস খোলার অনুমতি দিয়ে চীনের ক্ষোভ বুঝতে পেরেছে। হুমকি পেয়েছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসিও। চীন বলেছে, তিনি তাইওয়ান গেলে চীনা সেনাবাহিনী চুপচাপ বসে থাকবে না। যদিও এই সফরে যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে পেলোসির, যেমনটা ১৯৯৭ সালে করেছিলেন তার পূর্বসূরী নিউট গিংরিচ। তার এই সফর সম্ভবত অন্যদেরও চীনা হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

অন্যদিক থেকে দেখলে, পেলোসির তাইওয়ান সফর চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্ট বা অসঙ্গত পরিকল্পনার লক্ষণ। যদি তাই হয়, এই সফর শক্তির ঝুঁকি বোঝানোর পরিবর্তে বাইডেন প্রশাসনের বিভ্রান্তি ও উদ্দেশ্যহীনতাই তুলে ধরছে।

প্রথম সমস্যা হলো পেলোসির সময় নির্বাচন। সন্দেহাতীতভাবে এমন কিছু সময় রয়েছে যখন চীনের মোকাবিলা করতে হবে যুক্তরাষ্ট্রকে অন্তত এটি বোঝাতে যে, তারা নিজের স্বার্থ, অধিকার ও মূল্যবোধ রক্ষায় সচেষ্ট। কিন্তু এ ধরনের সময়গুলো প্রায়শই উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে ভরা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত এই সময়গুলো সাবধানে নির্বাচন করা।

চীনের নেতা শি জিনপিংয়ের জন্য এটি খুবই সংবেদনশীল সময়। সামনেই কমিউনিস্ট পার্টির কংগ্রেস, যেখানে তিনি তৃতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদে ক্ষমতালাভ করবেন বলে আশা করা হচ্ছে। এর জন্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি জোর প্রস্তুতি চালাচ্ছেন জিনপিং। তিনি চীনা জাতীয়তাবাদের একটি আক্রমণাত্মক রূপ লালন করছেন এবং তাইওয়ানের সঙ্গে ‘পুনঃএকত্রীকরণ’কে তার ‘জাতীয় পুনরুজ্জীবনের’ লক্ষ্যে যুক্ত করেছেন। এগুলো বাস্তবায়নে জিনপিং কতটা দৃঢ়সংকল্প, তা পরীক্ষার জন্য সময়টা খুবই বিপজ্জনক।

আরেকটি সমস্যা হলো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যান্সি পেলোসির সমন্বয়ের অভাব। তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, এই মুহূর্তে তাইওয়ান সফর কোনো ভালো পরিকল্পনা নয়। তবে এই খবর ফাঁস হয়ে গেলে মার্কিন প্রেসিডেন্টের সামনে আর কোনো সহজ পথ ছিল না: হয় পেলোসির সফরকে সমর্থন করে চীনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি নেন অথবা তাকে যেতে বাধা দিয়ে চীনা হুমকির সামনে মাথানত করেন এবং রিপাবলিকানদের জন্য সমালোচনার দুয়ার খুলে দেন।

এটি সত্য যে, মার্কিন কংগ্রেস কার্যনির্বাহী শাখা থেকে আলাদা। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে তাইওয়ান নীতি আঞ্চলিক লড়াইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে ন্যান্সি পেলোসির এই সফর বাইডেনের দ্বিধান্বিত মনোভাব ও কর্তৃত্বের অভাবকেই স্পষ্ট করেছে।

তারচেয়েও খারাপ বিষয় হলো, পেলোসির সফরের ঝুঁকি ফাঁস করে দিয়েছে, বাইডেন প্রশাসন তার তাইওয়ান নীতি সম্পর্কে এখনো কতটা অনিশ্চিত। সফরটি যদি শেষমেশ আন্তর্জাতিক নিরাপত্তা সংকটে পরিণত হয়, তাহলে দোষ হয়তো চীনেরই হবে। কিন্তু সেই পরিস্থিতি বাইডেন ও তার দলেরও পরীক্ষা নেবে, এই মুহূর্তে যাদের ইউক্রেন যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। তারা কি প্রস্তুত?

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩
পরবর্তী নিবন্ধশেখ কামালের জীবন হোক তারুণ্যের পথের দিশা: প্রধানমন্ত্রী