পপুলার২৪নিউজ ডেস্ক:
পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে সৈকতে পড়ে ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ৫৭ যাত্রী নিয়ে লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে গিয়ে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটলে ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়।
দুর্ঘটনা কবলিত বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পেরুর পরিবহন মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে।