স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিতেছে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। এমন সাফল্যের পেছনে লিওনেল মেসির মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। যদিও এই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টির সময় প্রতিপক্ষ খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার। এরপরই নড়েচড়ে বসে ফিফা। দ্রুতই আনে পেনাল্টি আইনে পরিবর্তন। যা নিয়ে ফিফাকে খোঁচা দিয়েছেন মার্টিনেজ।
গত শুক্রবার (৪ আগস্ট) আর্জেন্টিনার উবার্না প্লে রেডিওর এক অনুষ্ঠানে নতুন নিয়মটি নিয়ে মার্তিনেজ কথা বলেন। সে বক্তব্যের বরাত দিয়ে শনিবার (৫ আগস্ট) আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ‘বুয়েনস এইরেস হেরাল্ড’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে ফিফার নতুন আইন নিয়ে কথা বলেছেন তিনি। আর এই আইনকে তিনি নাম দিয়েছে ‘অ্যান্টি দিবু’ রুলস বলে।
রসিকতার ছলে এমি বলেন, ‘তারা (ফিফা) সবসময় অজুহাত খোঁজে, আমি এটি ভালোবাসি। আমি আমার পরিবার এবং বন্ধুদের বলেছি, এটি কোনো বিষয় নয়। আমরা ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি। ফিফা নতুন আইন বানিয়েছে। কিন্তু তারা বড্ড দেরি করে ফেলেছে। ওই সময় আমি যা করেছি, তার দরকার ছিল। আমার নজর ছিল কেবল বল ঠেকানোর দিকে।’
যদিও বিশ্বকাপ ফাইনালে মার্টিনেজের আচরণকে গুরুত্বসহকারে নেওয়ার কথা জানায় ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফবিএ)। পরবর্তীতে ফুটবলের বিধি প্রণয়নের দায়িত্বে থাকা সংস্থাটি পেনাল্টি-সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেয়। এরপর গত ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছিল আইএফবিএ।
পেনাল্টির নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষককে অবশ্যই গোলপোস্টের নির্দিষ্ট লাইনের মধ্যে থাকতে হবে। গোলরক্ষক এমন কোনো আচরণ করতে পারবেন না, যা পেনাল্টি শট নিতে আসা প্রতিপক্ষ খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করে। একইসঙ্গে গোলরক্ষক পেনাল্টি নেওয়ার মুহূর্তে অযথা সময়ও নষ্ট করতে পারবে না। সব মিলিয়ে নতুন এই নিয়ম কার্যকর হলে পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকের গতিবিধি বেশ সীমিতই হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।