পেট্রোবাংলার ওয়েবসাইট হ্যাকড

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাষ্ট্রীয় জ্বালানি বিপণন কোম্পানি পেট্রোবাংলার ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা।

রোববার বিকাল ৫টার পর থেকে পেট্রোবাংলা ডটওআরজি ডটবিডি ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে চলে যায়।

যোগাযোগ করা হলে সরকারি কোম্পানিটির এক কর্মকর্তা জানান, বিকাল ৫টার পর থেকে তাদের ওয়েবসাইট হ্যাকড হয়ে যায়।

বর্তমানে এর সার্ভার বন্ধ করে রাখা হয়েছে। সোমবার অফিস চালু হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। জ্বালানি তেল, গ্যাস, কয়লাসহ অন্যান্য জ্বালানি আমদানি, উৎপাদন ও বিপণনের একক নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত